মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়াল সমর্থকদের

গুয়াহাটিতে এক সমাবেশে বক্তব্য রাখছেন অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি: এএফপি
গুয়াহাটিতে এক সমাবেশে বক্তব্য রাখছেন অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি: এএফপি

ভারতের আম আদমি পার্টি (এএপি) দিল্লির মুখ্যমন্ত্রী ও দলটির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন 'ঘেরাও' করার আহ্বান জানিয়েছে। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

অপরদিকে, কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে পাল্টা কর্মসূচি ডেকেছে মোদির দল বিজেপি।

এর আগে, এএপির কর্মীরা দলের সদর দপ্তরে জমায়েত হলে পুলিশ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তাদেরকে টেনেহিচড়ে বাসে ওঠায় পুলিশ। দিল্লি পুলিশ আজ প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশের সড়কগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তাজনিত কারণে আজ কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৈঠকে মোদি-কেজরিওয়াল। ফাইল ছবি: প্রধানমন্ত্রী মোদির এক্স হ্যান্ডলে প্রকাশিত
বৈঠকে মোদি-কেজরিওয়াল। ফাইল ছবি: প্রধানমন্ত্রী মোদির এক্স হ্যান্ডলে প্রকাশিত

বিজেপি কেজরিওয়ালের 'কারাগারে বসে দিল্লি চালানোর' পরিকল্পনাকে 'প্রহসনমূলক' বলে অভিহিত করেছে। বিজেপির নেতা-কর্মীরা দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকে একটি বড় বিক্ষোভ-মিছিল নিয়ে সচিবালয় পৌছাবেন। এই মিছিলে নেতৃত্বও দেবেন দলের প্রধান বীরেন্দ্র সচদেব।

এর আগে রোববার এএপি একটি বিক্ষোভের আয়োজন করে। এতে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরাও অংশ নেন। এক যৌথ সংবাদ সম্মেলনে দিল্লির মন্ত্রী গোপাল রাই জানান, কেজরিওয়ালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা জনমানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে।

দিল্লি কংগ্রেসের নেতা অরবিন্দর সিং লাভলি কংগ্রেসের সমালোচনা করেন।

তিনি বলেন, 'এটাই কী গণতন্ত্রের নমুনা? আমাদের জন্য কোনো লেভেল-প্লেয়িং ফিল্ড নেই। আপনারা নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছেন, ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের অ্যাকাউন্ট দখল করে নিচ্ছেন।'

'আমাদের নেতা রাহুল গান্ধী গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রামে নিয়োজিত হয়েছেন। কংগ্রেস এ পর্যায়ে এসে পিছু হটবে না', যোগ করেন তিনি।

বিজেপির দাবি, কেজরিওয়াল যেহেতু দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে, তার মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করা উচিত। তবে এএপি দাবি করছে, তিনি কারাগারে থাকলেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন।

বুধবার আদালতে কেজরিওয়ালের গ্রেপ্তার বাতিলের আবেদনের শুনানি আয়োজিত হবে। কেজরিওয়াল তাকে সাতদিন ইডির হেফাজতে রাখার নিম্ন আদালতের দেওয়া সিদ্ধান্ত বাতিলের জন্যেও আবেদন জানিয়েছেন।

কেজরিওয়ালের মুক্তির দাবিতে বিক্ষোভরত আম আদমি সমর্থককে গ্রেপ্তার করছে পুলিশ। ছবি: এএফপি
কেজরিওয়ালের মুক্তির দাবিতে বিক্ষোভরত আম আদমি সমর্থককে গ্রেপ্তার করছে পুলিশ। ছবি: এএফপি

এএপি নেতা কেজরিওয়াল গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর দিল্লির রাউস এভিনিউ আদালত তাকে ২৮ মার্চ পর্যন্ত রিমান্ডে রাখার আবেদন মঞ্জুর করে। দিল্লির আর্থিক দুর্নীতি দমনের সরকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে 'ষড়যন্ত্রকারী' হিসেবে অভিহিত করেছে। ইডি বিশ্বাস করে, কেজরিওয়ালের অধীনে পাস হওয়া মদ্যজাতীয় পণ্যের আবগারি নীতিমালায় খুচরা বিক্রেতা (১৮৫ শতাংশ) ও পাইকারি বিক্রেতাদের (১২ শতাংশ) অস্বাভাবিক উচ্চ হারে মুনাফা করার সুযোগ রাখা হয়েছে যা দুর্নীতির শামিল। পরবর্তী কেজরিওয়াল সরকার এই নীতিমালা বাতিল করে।

Comments

The Daily Star  | English

IMF loan tranches: Agreement with IMF at last

The government has reached a staff-level agreement with the International Monetary Fund for the fourth and fifth tranche of the $4.7 billion loan programme, putting to bed months of uncertainty over their disbursement.

11h ago