মে মাসে ভারতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ফাইল ছবিছ রয়টার্স
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ফাইল ছবিছ রয়টার্স

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী মাসে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এটাই হবে ২০১৪ সালের পর পাকিস্তানের কোনো নেতার প্রথম ভারত সফর। সে বছর তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ভারত সফর করেছিলেন।

এসসিওর বৈঠক চলবে ৪ মে থেকে ৫ মে পর্যন্ত।

এসসিও একটি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা জোট, যার সদস্যদের মাঝে রয়েছে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান। ভারতের গোয়া রাজ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সর্বশেষ ২০১১ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের পর গত ১২ বছরে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেননি।

 

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago