দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকচাপায় ২ পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হ‌য়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকচাপায় ২ পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হ‌য়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন।

আজ শনিবার ভোর সা‌ড়ে ৪টার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫) । আহত মকবুল (৪০) হাসপাতা‌লে ভর্তি আছেন।

স্থানীয় ও প‌রিবা‌রের সদস্যরা জানান, গাইবান্ধা থেকে দিনাজপুর সদ‌রের খোয়া‌রের মোড়ে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় মে‌ডি‌কেল ক‌লে‌জের সামনে ওই দুর্ঘটনা‌টি ঘ‌টে। তারা যে অটোতে ছি‌লেন সেটির ব্যাটারির চার্জ শেষ হ‌য়ে যাওয়ায় নে‌মে হাটার সময় পিছন থে‌কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তা‌দের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ২ জনের  মৃত্যু হয় এবং আহত অবস্থায় এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ট্রাক চালক ও হেলপার পা‌লিয়ে গে‌লেও ট্রাক‌টি জব্দ করা হ‌য়ে‌ছে।

  

Comments