সাপের কামড়ে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা আয়শা বেগম (২৫) নামের এক নারী ও তার পেটের সন্তানের মৃত্যু হয়েছে।
Chandpur
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের ফরিদগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা আয়শা বেগম (২৫) নামের এক নারী ও তার পেটের সন্তানের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ঘনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়শা বেগমের স্বামী ওয়ার্কশপ শ্রমিক মো. কাঞ্চন জানান, আয়শা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যায় বিছানা থেকে নামার পর খাটের নিচে থাকা একটি  সাপ তাকে ছোবল দেয়। এ অবস্থায় প্রথমে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাতে সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments