আসাদগেটে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ২

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর আসাদগেটে একটি প্রাইভেটকারে আগুন লেগে ২ জন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দগ্ধরা হলেন প্রাইভেটকার চালক উজ্জ্বল কুমার (৩৫) এবং গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫)। তিনি একটি কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে অবস্থানরত রুবেল দত্তের স্বজন নয়ন বিশ্বাস জানান, রুবেলের বাসা গ্রিন রোড এলাকায়। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন তিনি। পথে আসাদগেটে তার গাড়িতে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

নয়ন বিশ্বাস বলেন, 'যতটুকু জানতে পেরেছি, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।'

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, আগুনে রুবেল দত্তের শরীরের ৬০ শতাংশ এবং উজ্জ্বলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

The Daily Star  | English

The escape remembered: Manik Mia at 2:25pm

Exactly one year ago, at 2:25pm, Sheikh Hasina fled Bangladesh aboard a military helicopter

1h ago