শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণশ্রমিকের মৃত্যু

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণশ্রমিকের মৃত্যু
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ ওই ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ ওই ঘটনা ঘটে।

কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। ঘটনার পর থেকে ঠিকাদার ইব্রাহিম খান পলাতক আছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন ডেইলি স্টারকে বলেন, নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় তারা পড়ে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে আটকে যান।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মাওনা জোনাল) অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আহমদ শাহ আল জাবের জানান, সকাল ৯টার দিকে হঠাৎ আমাদের দক্ষিণ পাশের লাইন বন্ধ হয়ে যায়। খবর নিয়ে জানতে পারি কেওয়া পূর্বখন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের কর্মীরা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally at Jamuna demanding ban on Awami League

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

9m ago