গাজীপুরে তুলার গোডাউনে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন বাসন থানার তেলিপাড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে।

বুধবার রাত ১২টায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিন মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও গাজীপুর চৌরাস্তা ভোগড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।

Comments

The Daily Star  | English

‘For 15 years I fought for BNP leaders and activists, today they pushed me’

Rumeen Farhana says she was almost knocked down during clash at EC over Brahmanbaria boundaries

55m ago