খালাস পেয়েও কনডেম সেলে ৬ বছর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রতীকী ছবি

হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও ৬ বছর ধরে আবুল কাসেম নামের এক ব্যক্তিকে কনডেম সেলে আটক রাখার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার এ আদেশ দেন আদালত।

আদালত হাইকোর্টের রেজিস্ট্রারকে আগামী ২৫ আগস্টের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

চলতি বছরের ২৭ জুলাই একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরে আবেদনটি করেন।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের লোহাগাড়ার আবুল কাসেম একটি হত্যা মামলা থেকে খালাস পাওয়ার ৬ বছর পরও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। কারণ ২০১৬ সালে দেওয়া হাইকোর্টের রায়ের কপি এখনও কারাগারে পৌঁছায়নি।

২০০২ সালে জানে আলম নামের একজনকে হত্যার দায়ে ২০০৭ সালে আবুল কাশেমসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মামলার ডেথ রেফারেন্সের শুনানির পর ২০১৩ সালে হাইকোর্ট কাশেমকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করেননি, তবে রায়ের আদেশের অংশে তাকে খালাসের কথা উল্লেখ করেননি। পরে ২০১৬ সালে হাইকোর্ট রায় সংশোধন করে তাকে খালাস দেন। তবে হাইকোর্টের সেই রায়ের অনুলিপি চট্টগ্রাম আদালতে পাঠানো হয়নি।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

13m ago