কিশোরগঞ্জে সংঘর্ষ: বিএনপির ১৯ নেতাকর্মীসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ১৯ বিএনপি নেতাকর্মীসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ১৯ বিএনপি নেতাকর্মীসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ওই মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে নামীয় আসামি এবং ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপ-পরিদর্শক অনিক কুমার বাদী হয়ে সোমবার রাতে এ মামলাটি করেন।

মামলার নামীয় আসামিদের মধ্যে আছেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল, জেলা বিএনপির সহ-সভাপতি মো রুহুল হোসাইন এবং সদর থানা বিএনপি আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল।

এর আগে, গতকাল কিশোরগঞ্জে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জেলা বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের স্টেশন রোডে দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনসহ ২ জনকে আটক করে পুলিশ।

 

Comments