ফারদিন হত্যা মামলা: আবারও জামিন আবেদন বুশরার, ৫ জানুয়ারি শুনানি

নিম্ন আদালতের আদেশ খারিজ করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেপ্তার আয়াতুল্লাহ বুশরা।
ফারদিন
ফারদিন নূর পরশ। ছবি: সংগৃহীত

নিম্ন আদালতের আদেশ খারিজ করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেপ্তার আয়াতুল্লাহ বুশরা।

আজ সোমবার তার আবেদনের পর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান আবেদনের শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন।

গত ১৬ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে বুশরা জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠান।

ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন বুশরার বিরুদ্ধে এফআইআর করার দুই দিন পর গত ১০ নভেম্বর রামপুরা পুলিশের একটি দল বুশরাকে বনশ্রী থেকে গ্রেপ্তার করে।

গত ৭ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা থেকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়।

ফারদিন রাজধানীর কোনপাড়া এলাকায় বাস করতেন।

Comments