শ্রম আইন লঙ্ঘনের মামলা: হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শ্রম আদালতের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অভিযোগকারীর আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের এই রায়ের পর ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলবে।

ড. ইউনূসের পিটিশন দায়েরের পর বিচারপতি রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গত ২৩ জুলাই প্রফেসর ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শ্রম আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

গত ৬ জুন প্রফেসর ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদলত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা।

এই মামলার অন্য বিবাদী হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

গত ৬ জুন শ্রম আদালত প্রফেসর ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর বিচারিক আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

২০২১ সালের ১২ অক্টোবর আদালত  ড. ইউনূসসহ মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।


 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago