পদ্মার চর থেকে নিখোঁজ যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

গত ৩১ জানুয়ারি মিলন নিখোঁজ হন
কুষ্টিয়া
স্টার অনলাইন গ্রাফিক্স

নিখোঁজের দুই দিন পর কুষ্টিয়ায় পদ্মার চর থেকে থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

হত্যায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত মরদেহ মিলন হোসেনের বলে জানিয়েছে পুলিশ। মিলন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার মাওলা বক্সের ছেলে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, মিলন নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্ত্রী মিমু খাতুন গত ১ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন। পরে শুক্রবার সজীব নামে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার হাট হরিপুর ইউনিয়নে পদ্মার চর থেকে মিলনের আট টুকরা মরদেহ উদ্ধার করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল থেকে বলেন, মরদেহ উদ্ধার শেষ হয়েছে। গতরাত থেকে উদ্ধার অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব ডেইলি স্টারকে বলেন, ৩১ জানুয়ারি কয়েকজন যুবক মিলনকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ আছে। 

পুলিশ সুপার বলেন, মিলন অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। টাকা-পয়সা ভাগাভাগি কিংবা প্রতারণা সংক্রান্ত বিষয় নিয়ে আটকদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আমরা তদন্ত সাপেক্ষে শিগগিরই সত্য জানতে পারব।

Comments