নির্বাচনে প্রার্থীদের মোট সম্পদ ১৩,৬২০ কোটি টাকা: সুজনের বিশ্লেষণ

২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রার্থীদের মোট সম্পদ
ইসির লোগো | সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক হাজার ৯৪৫ প্রার্থীর মোট সম্পদের মূল্য ১৩ হাজার ৬২০ কোটি টাকা।

এর মধ্যে আওয়ামী লীগের ২৬৫ প্রার্থীর সম্পদের পরিমাণ ৭ হাজার ৫৬১ কোটি টাকা।

প্রার্থীদের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য জানিয়েছে।

সুজন জানায়, প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ৭ কোটি টাকার বেশি।

আওয়ামী লীগ প্রার্থীদের মোট বার্ষিক আয় ২ কোটি ২০ লাখ টাকার বেশি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের আয় ৬ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে।

তবে, স্বতন্ত্র প্রার্থীদের বার্ষিক গড় আয় ৯৬ লাখ টাকা।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপনের সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলের প্রার্থীদের গড় আয়ের পার্থক্য বাড়ছে।

তিনি বলেন, '২০০৮ সালে বার্ষিক আয়ের ভিত্তিতে আওয়ামী লীগ ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে আয়ের পার্থক্য ছিল ৬১ শতাংশ। ২০১৪ সালে পার্থক্য বেড়ে ২২৫ শতাংশে এবং ২০২৪ সালে তা ৫৫৯ শতাংশে উন্নীত হয়।'

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সুজন জানায়, প্রায় ৩৩ শতাংশ প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি আছে, ২৭ শতাংশ স্নাতক, ১৩ শতাংশ এইচএসসি ও ৭ দশমিক ৭ শতাংশ প্রার্থী এসএসসি পাস করেছেন।

তবে, ১২ শতাংশ প্রার্থী হয় স্ব-শিক্ষিত বা অশিক্ষিত।

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ৫৮ দশমিক ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, চাকরিজীবী প্রার্থী ১২ দশমিক ১৯ শতাংশ।

ব্যবসায়ী প্রার্থীদের মধ্যে ৬৯ দশমিক ৭৫ শতাংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির প্রার্থী তালিকায় ৬৬ দশমিক ০৩ শতাংশ ব্যবসায়ী এবং আওয়ামী লীগের ৬৪ দশমিক ১৫ শতাংশ প্রার্থী ব্যবসায়ী।

প্রার্থীদের মাত্র ১ দশমিক ৭০ শতাংশ তাদের হলফনামায় রাজনীতিবিদ বলে উল্লেখ করেছেন।

শীর্ষ আয়ের ১০ প্রার্থী হলেন-নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী, কুমিল্লা-৮ এর আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-১ থেকে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান ও নারায়ণগঞ্জ-১ এর গাজী গোলাম মর্তুজা, ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান, ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী, বরিশাল-৩ আসনে জাপা প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা, ঢাকা-১৮ আসনে মো. খসরু চৌধুরী, যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago