নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও জার্মানি থেকে আমাদের অ্যাপ স্লো করে দিয়েছে: ইসি সচিব

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
নির্বাচন কমিশনের অ্যাপ

তিন দেশ থেকে নির্বাচনী অ্যাপ হ্যাকের চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

এসব সাইবার হামলার ফলে নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গিয়েছে বলে জানান তিনি।

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

অপর এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'আমরা ২১ কোটি টাকায় কোন অ্যাপ তৈরি করিনি। ছয় বছর মেয়াদী একটি প্রকল্পে ২১ কোটি টাকা ব্যয় হবে। এখন পর্যন্ত এই প্রকল্পে আট কোটি টাকা ব্যয় হয়েছে।'

'তিন দেশ থেকে হ্যাকের চেষ্টার কারণে আমাদের নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। আমরা গতকাল থেকেই এটি ঠিক করার চেষ্টা করছি। নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও জার্মানি থেকে আমাদের অ্যাপ স্লো করে দিয়েছে। অ্যাপ ছাড়াও আমাদের বিকল্প ব্যবস্থা আছে। আমরা সেভাবেই সারাদেশের ফলাফল পাচ্ছি', যোগ করেন তিনি।

 

Comments