ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টীর প্রার্থীসহ ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।   

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান জানান, ৬ জন প্রার্থীর মধ্যে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পার্টির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঞ্জুরুল হাসান জানান, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৮ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ আগামী ১ ফেব্রুয়ারি।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমান পদত্যাগ করায় এই আসনটি শূণ্য ঘোষণা করা হয়।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata passes away

India’s top industrialist and Tata Sons Chairman Emeritus Ratan Tata died in a hospital in Mumbai last night, the company said.

4h ago