চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে ৪টি এয়ারগান জব্দ

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা একটি কন্টেইনার থেকে ৪টি এয়ারগান জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা একটি কন্টেইনার থেকে ৪টি এয়ারগান জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

আজ রোববার চট্টগ্রাম কাস্টমসের নিলাম শেডে কাগজে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মাহফুজ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, `আমদানির পর খালাস না নেওয়া একটি কন্টেইনারে থাকা পণ্য গণনা করা হচ্ছিল। তখন এগুলো পাওয়া যায়। নিলামের আগে কন্টেইনারে থাকা সব পণ্য খুলে গণনা করা হয়। তবে এসব অস্ত্র কে বা কারা এনেছে তা এখনও জানা যায়নি।`

তিনি আরও বলেন, `এখন একাধিক সরকারি সংস্থা এগুলো পরীক্ষা করছে। তাদের রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।`

গণনায় অংশ নেওয়া এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, `চালানটি ব্যাগেজ রুলের আওতায় চট্টগ্রাম বন্দরে আসে। প্রবাসীরা এ সুবিধা পেয়ে থাকে। হয়তো কোনো প্রবাসী দেশে আসার সময় তার ব্যবহৃত এয়ারগান ৪টি নিয়ে আসেন।`

এয়ারগান পাওয়া কন্টেইনারটিতে একাধিক জনের পণ্য ছিল। শতাধিক কন্টেইনারের মধ্যে একটি কার্টনে ৩টি এবং অপর একটি কার্টনে ১টি— মোট ৪টি বন্দুক পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

5h ago