বিএনপির গণসমাবেশ শেষ, বরিশালে লঞ্চ ও থ্রি হুইলার চালু

শনিবার রাতে বরিশাল নদীবন্দর থেকে তোলা। ছবি: টিটু দাস

বরিশালে বিএনপির গণসমাবেশ শেষে থ্রি হুইলার ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। কিন্তু, এখনো বাস চলাচল বন্ধ আছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, 'নদীবন্দর থেকে ঢাকাগামী ৩টি লঞ্চ চলাচল করবে বলে মালিকপক্ষ জানিয়েছে। এ ছাড়া অন্যান্য সব রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।'

সরেজমিনে দেখা গেছে, বিকেল থেকে নগরজুড়ে থ্রি হুইলার চলাচল করছে। এছাড়া সন্ধ্যা থেকে খেয়া চলাচলও শুরু হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির গণসমাবেশে বলেন, 'আপনার নির্বিঘ্নে বাড়িতে যান। সবকিছু স্বাভাবিকভাবে চলাচলের খবর এসেছে।'

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

15h ago