বিএনপি কার্যালয়ের সামনে ফখরুলের অবস্থান

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে কার্যালয়ের ভেতর থেকে ৫ থেকে ৭ জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান। ছবি: মুনতাকিম সাদ/স্টার

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে কার্যালয়ের ভেতর থেকে ৫ থেকে ৭ জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ নিয়ে যাচ্ছে। ছবি: পলাশ খান/স্টার

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, বিএনপি কার্যালয়ে পুলিশের একটি দল প্রবেশ করার পর কার্যালয়ের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: পলাশ খান/স্টার

সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভেতর প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় পুলিশ। পরে তিনি সেখানেই অবস্থান গ্রহণ করেন।

বিএনপি কার্যালয় থেকে আটককৃতদের প্রিজনভ্যানে করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: মুনতাকিম সাদ/স্টার

বিএনপি কার্যালয়ের ভেতর পুলিশের অভিযান এখনো চলছে।

 

Comments