গাবতলি বাস কাউন্টারে যাত্রী সংকট, ভাড়া কমে অর্ধেক

চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজধানীর গাবতলিতে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত যাত্রী। যাত্রী সংকটের মুখে বাসের ভাড়া কমিয়ে দিয়েছে পরিবহন কোম্পানিগুলো। 
গাবতলি বাস কাউন্টারে যাত্রী সংকট, ভাড়া কমে অর্ধেক
ছবি: স্টার

চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজধানীর গাবতলিতে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত যাত্রী। যাত্রী সংকটের মুখে বাসের ভাড়া কমিয়ে দিয়েছে পরিবহন কোম্পানিগুলো। 

আজ শুক্রবার গাবতলি বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা-বাগেরহাট রুটের ৬৫০ টাকার বাসের টিকিট ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ ছাড়া বিভিন্ন রুটের যাত্রীদের দর-কষাকষি করে ভাড়া কমাতেও দেখা গেছে। 

রাজধানীর মিরপুরের বাসিন্দা শোয়েব আহমদ জরুরি কাজে যাচ্ছেন গ্রামের বাড়ি বাগেরহাটে। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'যখন যাত্রীর চাপ থাকে তখন স্বাভাবিকের চেয়েও বেশি ভাড়া দাবি করে। আজ দর-কষাকষি করে ভাড়া অর্ধেক কমিয়েছি। 

শোয়েবকে দিগন্ত পরিবহনের টিকিট কাটতে দেখা গেছে। 

দিগন্ত পরিবহনের সুপারভাইজার মো. মুন্না দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল থেকে যাত্রীর জন্য অপেক্ষা করছি। ভাড়া কমিয়ে যাত্রী নেওয়ার চেষ্টা করছি। গতকাল থেকে লসের ওপর আছি।' 

ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুর রুটের জে আর পরিবহনের চালক মো. হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৯টা থেকে বসে আছি, যাত্রী নাই। কিছু যাত্রী হয়েছে। আজকে কমপক্ষে ১০ হাজার টাকা লস হবে।'
 
'গ্যাঞ্জাম হতে পারে এ ভয়ে মানুষ দূরপাল্লার বাসে যাচ্ছে না। যতদিন গ্যাঞ্জাম ততদিন আমাদের লস', বলেন হাসান। 

স্বাভাবিক সময়ে যাত্রীদের চাপ থাকলেও আজ সকাল থেকে গাবতলির কাউন্টারগুলোও ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে।

Comments