বাংলাদেশ

বিএনপির ৬ এমপির আসন শূন্য, প্রজ্ঞাপন জারি

বিএনপির ৬ সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। আজ রোববার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
আজ রোববার সকালে বিএনপির ৫ সংসদ সদস্য সশরীরে সংসদ ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। ছবি: এমরান হোসেন/স্টার

বিএনপির ৬ সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। আজ রোববার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এগুলো হলো-বগুড়া ৬, বগুড়া ৪, ঠাকুরগাঁও ৩, চাঁপাইনবাবগঞ্জ ২,  ব্রাহ্মণবাড়িয়া ২ ও একটি সংরক্ষিত নারী আসন।

বিএনপির আরেক সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন শূন্য ঘোষণা করা হয়নি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, হারুনের পদত্যাগপত্রে সই তার নিজের কি না, তা নিশ্চিত করতে পারেনি সচিবালয়।

এর আগে আজ সকালে সশরীরে পদত্যাগপত্র জমা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র জমা না দিয়ে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'হারুনকে নতুন করে পদত্যাগপত্র জমা দিতে হবে।'

 

Comments