বিএনপির ৬ এমপির আসন শূন্য, প্রজ্ঞাপন জারি

আজ রোববার সকালে বিএনপির ৫ সংসদ সদস্য সশরীরে সংসদ ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। ছবি: এমরান হোসেন/স্টার

বিএনপির ৬ সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। আজ রোববার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এগুলো হলো-বগুড়া ৬, বগুড়া ৪, ঠাকুরগাঁও ৩, চাঁপাইনবাবগঞ্জ ২,  ব্রাহ্মণবাড়িয়া ২ ও একটি সংরক্ষিত নারী আসন।

বিএনপির আরেক সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন শূন্য ঘোষণা করা হয়নি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, হারুনের পদত্যাগপত্রে সই তার নিজের কি না, তা নিশ্চিত করতে পারেনি সচিবালয়।

এর আগে আজ সকালে সশরীরে পদত্যাগপত্র জমা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র জমা না দিয়ে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'হারুনকে নতুন করে পদত্যাগপত্র জমা দিতে হবে।'

 

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

3h ago