জমিতে বীজ রোপণ নিয়ে কথা কাটাকাটি, ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

Madaripur
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুরে সদর উপজেলায় জমিতে বীজ রোপণ নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনহাটা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনহাটা এলাকায় সিকদার ও ফকির বংশের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে জমিতে কাজ করতে যান রবিউল ফকির। এ সময় বাদল শিকদার ও রবিউল ফকিরের সঙ্গে বীজ রোপণ ও জমির সীমানা বেশি কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ২ পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জায়িন আরেফিন বলেন, 'আহত কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আমরা ৪ জনকে হাসপাতালে ভর্তি করি। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago