উত্তরা থেকে আগারগাঁও পৌঁছেছে প্রধানমন্ত্রীকে বহন করা মেট্রোরেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী দেশের প্রথম মেট্রোরেল রাজধানীর আগারগাঁও স্টেশনে পৌঁছেছে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করে বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী দেশের প্রথম মেট্রোরেল রাজধানীর আগারগাঁও স্টেশনে পৌঁছেছে। 

আজ বুধবার দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী মেট্রোরেলটি আগারগাঁও স্টেশনে পৌঁছায়। 

দুপুর ১টা ৫২ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে উত্তর নর্থ স্টেশন থেকে তিনি রওনা হন।

এর আগে প্রধানমন্ত্রী যাত্রী হিসেবে টিকিট অফিস মেশিন (টিওএম) ব্যবহার করে এমআরটি পাস কেনেন এবং কনকোর্স লেভেল থেকে আগারগাঁওগামী প্ল্যাটফর্মে আসেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দিয়াবাড়িতে উত্তরা (উত্তর) মেট্রোরেল স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল যাত্রার উদ্বোধন করেন। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী সে সময় স্মারক ডাকটিকিট, প্রথম দিনের কভার ও স্মারক নোট উন্মোচন করেন।

এরপর তিনি সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করলে ট্রেনটি আগারগাঁওয়ের দিকে চলতে শুরু করে। তার সঙ্গে ২০০ জনের মতো আমন্ত্রিত অতিথি ছিলেন।

এর আগে উত্তরার দিয়াবাড়ীর নর্থ স্টেশন থেকে ছেড়ে আসা প্রথম মেট্রোরেলটি দুপুর ১টা ৫০ মিনিটে আগারগাঁও পৌছায়। 

 

Comments