নতুন ঘর পেল রূপনা চাকমার পরিবার
প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পেয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবার।
আজ বৃহস্পতিবার বিকেলে রূপনার মা কালাসোনা চাকমার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে রূপনা চাকমার জন্য বাড়ি তৈরি শেষে আজ ঘরটি তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এদিকে নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রূপনা চাকমার মা কালাসোনা চাকমা।
তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে দেওয়া সেমিপাকা ঘরটিতে ৩টি বেডরুম, ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেন ও ওয়াশরুম আছে।'
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, 'আজ দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে আমাকে জানান। নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে আমরা রওনা হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। আশা করি, এক মাসের মধ্যেই কাজ শেষ করা যাবে।'
এর আগে গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা রূপনার বাড়ির করুণ চিত্র তুলে ধরা হয়।
আজ রূপনার পরিবারকে নতুন বাড়ি হস্তান্তরের সময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ দেওয়ান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments