চলে গেলেন রাজশাহীর সেই খুকি
জয়িতা পুরস্কার পাওয়া রাজশাহীর সংবাদপত্রের হকার দিল আফরোজ খুকি আর নেই।
রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার মাদার তেরেসা হোমসে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামসুল ইসলাম।
তার বয়স হয়েছিল ৬৩ বছর। আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য তার সংগ্রাম এবং দাতব্য কর্মকাণ্ডের জন্য তিনি দেশব্যাপী পরিচিত।
'হোমসের সিস্টার আধেলিকা আমাকে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন', যোগ করেন শামসুল ইসলাম।
রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ জানান, তিনি খুব শিগগির হোমস এ যাবেন এবং জেলা প্রশাসন তার শেষকৃত্যের সুষ্ঠু ব্যবস্থা করবে।
খুকি ৩০ বছরেরও বেশি সময় সংবাদপত্রের হকার হিসেবে কাজ করেন। তিনি শিরোইল এলাকায় তার বাড়ির কাছে এজেন্টদের কাছ থেকে খবরের কাগজ সংগ্রহ করে শহরের রাস্তায় পায়ে হেঁটে বিক্রি করতেন। এতে যে সামান্য আয় হতো সেটি তিনি সুবিধাবঞ্চিত নারীদের জন্য ব্যয় করতেন।
গত বছরের ডিসেম্বরে রাজশাহী লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন খুকি। রাস্তা থেকে এক পুলিশ কনস্টেবল তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর থেকে হাসপাতালেই ছিলেন তিনি।
Comments