নারায়ণগঞ্জ

যাত্রীরা কে কোথায় যাচ্ছে জানতে চাচ্ছে পুলিশ

নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ৷ ছবি: স্টার

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।

বুধবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক মোড়, কাঁচপুর, সুলতানা কামাল ব্রিজের ঢাল, ভুলতা মোড়সহ কয়েকটি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

তল্লাশি চৌকিতে বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে৷ তবে এই তল্লাশিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দাবি করেছে পুলিশ।

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ তাদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে।

প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে৷ ছবি: স্টার

তারা হলেন—কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোহিনুর আলম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান জাকির, পৌরসভা বিএনপির সভাপতি মো. শিমুল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী গাজী মনির, গাজী মাসুম, ফারুক হোসেন ও হযরত আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলফাজ উদ্দিন ও সদস্য জাহিদ হোসেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, মঙ্গলবার রাত থেকে সকাল ১০টা পর্যন্ত পুলিশ একাধিক নেতাকর্মীর বাড়ি গিয়ে তল্লাশি করেছে৷ এখন পর্যন্ত অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ তাদের মধ্যে রূপগঞ্জে ৬, সোনারগাঁয়ে ৩, সিদ্ধিরগঞ্জে ৫ ও নারায়ণগঞ্জ নগরে ১৬ নেতাকর্মী রয়েছেন। ঢাকার সমাবেশে যাতে নেতাকর্মীরা যেতে না পারে সেজন্য পুলিশের এই কার্যক্রম৷

সমাবেশকে ঘিরে পুলিশের এমন অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন৷ তার অভিযোগ, তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঢাকা যেতে বাধা দিচ্ছে৷ বাড়ি বাড়ি পুলিশ গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে৷

সরেজমিনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মৌচাক মোড়, কাঁচপুর ও মদনপুর এলাকায় পুলিশের তল্লাশি চৌকি দেখা গেছে৷ এসব স্থানে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ৷ যাত্রীরা কে, কোথায় যাচ্ছেন তাও জানতে চাচ্ছে পুলিশ৷ শহরের চাষাঢ়া, দুই নম্বর গেট এলাকাতেও পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে৷ তবে দুপুর আড়াইটা পর্যন্ত তল্লাশি চৌকিতে কাউকে আটকের খবর পাওয়া যায়নি৷

এদিকে মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কম দেখা গেছে৷ তল্লাশির কারণে যানবাহনের চলাচলে ধীরগতিও ছিল৷

কাঁচপুর ব্রিজের পূর্বপাশে সোনারগাঁ থানার একটি তল্লাশি চৌকি বসানো হয়েছে৷ সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে কোথাও নাশকতামূলক কার্যক্রম বা বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সতর্কতামূলক অবস্থানে রয়েছে৷ তবে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি৷

জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউলাউ মারমা বলেন, 'সাইনবোর্ড, কাঁচপুর, ভুলতা, মৌচাক মোড়, মদনপুর, সুলতানা কামাল ব্রিজের পাশসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে আছে৷ এটি পুলিশের নিয়মিত কার্যক্রম৷ তল্লাশি চৌকির স্থানগুলোতে কাউকে আটক করা হয়নি৷'

রাতে অভিযানে বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করছেন এমন খবরে জেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ৷ এসব অভিযানে ১৫ থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷ তবে এখন পর্যন্ত তাদের কাউকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি৷ তাদের বিষয়ে যাচাইবাছাই চলছে৷ তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ না পাওয়া গেলে বিকেলে ছেড়ে দেওয়া হবে৷ মূলত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কোথাও যেন কোনো ধরনের হামলা, নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জনগণের যানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য পুলিশ তৎপর আছে।'

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

4h ago