আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সের্গেই লাভরভের সৌজন্য সাক্ষাৎ। ছবি: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান।

লাভরভ দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর এটি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরবর্তী মস্কোর ওপর মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার পর পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে এই সফরকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা থেকে লাভরভ ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

6h ago