আমলাতান্ত্রিক জটিলতায় সরকার আহতদের দাবি পূরণ করতে পারেনি: হাসনাত আবদুল্লাহ

আমলা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকার গণঅভ্যুত্থানে আহতদের দাবি পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
গতরাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভরত গণঅভ্যুত্থানে আহতদের সামনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানে যে আমলা আছেন ওই আমলারা এই বিপ্লবকে মানেই না।
তিনি বলেন, 'এখানে যে গণঅভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হচ্ছে।'
হাসনাত বলেন, 'আমরা চেয়েছিলাম দেশটা সুন্দরভাবে চলুক। এ কারণে সৎ উপদেষ্টাদের এনে দিলাম। সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই।'
অভ্যুত্থানে আহতদের মধ্যে বিভাজন ও রাজনীতি চলছে বলে মন্তব্য করেন হাসনাত।
তিনি বলেন, এনআইউতে যদি ১০০ জন রোগি থাকেন, তাদের মধ্যে প্রতিদিন সকালে ৪০-৫০ জন বেরিয়ে যান। সারাদিন ঢাকায় ঘোরে, এটাসেটা করে। আছে না এমন, আপনারা অস্বীকার করতে পারবেন? আপনাদের মধ্যে নিটোরে আছে এমন যারা ক্যান্টিন চালায়।'
তিনি বলেন, 'আমাদের আহত ভাইদের আরও দায়িত্বশীল হওয়ার কথা ছিল না? এই বিষয়গুলো যখন আসে তখন তা আমাদের তা আঘাত করে।'
সোমবার মধ্যরাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা।
এর আগে দিনভর আগারগাঁও ও শ্যামলীর শিশুমেলার সামনে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেন তারা।
পরে দাবি পূরণের আশ্বাসে রাত পৌনে ২টার দিকে তারা যমুনার সামনে থেকে সরে আসেন।
Comments