নেত্রকোণায় বিএনপি-আ. লীগ সংঘর্ষে ওসিসহ আহত অন্তত ২০

মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদন উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ২ পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সংঘর্ষে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, এএসআই খোরশেদ আলম ও পুলিশ সদস্য আজিজুল ইসলামসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।

ওসি মুহাম্মদ ফেরদৌস আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মদন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিলের জন্য চাঁনগাও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে জড়ো হন। বিএনপির নেতা-কর্মীদের দেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও একই স্থানে জড়ো হতে থাকেন।'

'একপর্যায়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে সংঘর্ষ বেধে যায়', যোগ করেন তিনি।

উপজেলা বিএনপির সাধারাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ৭ নেতা-কর্মী আহত হন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।' 

অভিযোগ অস্বীকার করে মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়া হয়। এসময় আমাদের ৭ নেতা-কর্মীও আহত হলে তাদের মদন হাসপাতালে ভর্তি করা হয়।'

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির কর্মসূচি পালনের খবর পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ২ পক্ষের উত্তেজনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেতেই বিএনপি নেতা-কর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল ছুড়ে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran condemns Israeli attack on state TV as 'war crime'

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago