বিবিসিকে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে ঘোড়াও হাসবে: মির্জা ফখরুল

ঢাকার খিলগাঁও জোড় পুকুর মাঠের সামনে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে 'ঘোড়াও হাসবে' বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডনে বিবিসিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারের ব্যাপারে আজ মঙ্গলবার বিকেলে ঢাকার খিলগাঁওয়ে সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন যে, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয় সেই নির্বাচন নাকি সবচেয়ে সুন্দর সুষ্ঠু হয়। আপনার এই কথা শুনে… ঘোড়াও হাসবে।'

'দেশের প্রতিটি মানুষ জানে… এই কথা সবচেয়ে ভুয়া। সারা বাংলাদেশে একটাই শ্লোগান উঠবে শেখ হাসিনা ভুয়া।'

খিলগাঁও জোড় পুকুর মাঠের সামনে মহানগর জোন-২ খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার যৌথ উদ্যোগে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত ও পল্লবীসহ সারা দেশে নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, 'তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আজকে কথা নয়, সময় হচ্ছে কাজের। সমস্ত দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এই সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা আজকে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'আজকে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে, আজকে লাখ লাখ টাকা পাচার করছে, বিদেশে ঘরবাড়ি তৈরি করছে। আর আমাদের মানুষের তারা হত্যা করছে।'

'আমরা স্পষ্ট করে বলতে চাই, সেলিমা রহমানকে (স্থায়ী কমিটির সদস্য) আঘাত করে, বরকত উল্লাহ বুলুকে (ভাইস চেয়ারম্যান) হত্যার জন্য আঘাত করে, তাবিথ আউয়ালকে (নির্বাহী কমিটির সদস্য) হত্যার জন্য আঘাত করে, ভেলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধানকে হত্যা করে এই দেশের আন্দোলনকে দমন করে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ বরাবরই অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। আজকেও তারা জেগে উঠছে।'

সরকারের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন কমিশনের অধীনে সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হবে।'

মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, হাবিবুর রশিদ হাবিব, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের এসকে জিলানী, রাজীব আহসান, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদারসহ মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

22m ago