পাবনায় একই স্থানে আ. লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা

Pabna_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার আটঘরিয়ায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চলবে রাত ১২টা পর্যন্ত। এসময় সব ধরনের সভা সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আটঘরিয়া উপজেলা প্রশাসন।

এর আগে সোমবার রাতে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু আটঘরিয়া উপজেলার মাজপারা ইউনিয়নের নাদুরিয়া মোড়ে মঙ্গলবার ভোর ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেয়।

ইউএনও জানান, মঙ্গলবার বিকেলে নাদুরিয়ে মোড় এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এতে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো পক্ষ সভা-সমাবেশ না করতে পারে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ভোর ৬টা থেকেই ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে কোন পক্ষই সভাস্থলে জোড়ো হতে না পারে।

যোগাযোগ করা হলে, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, আটঘরিয়াতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সমাবেশের ডাক দেয়।

প্রথমে চাঁদভা এলাকায় সমাবেশ ডাকার পর স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ সমাবেশ ডাকে। পরে বিএনপি মাজপারা ইউনিয়নের নাদুর মোড়ে সমাবেশ ডাকে। এজন্য অনুমতিও নেওয়া হয়। তারপরও পরিকল্পিতভাবে সভা বন্ধ করার জন্য পাল্টা কর্মসূচী দেওয়া হয়েছে।

মাজপারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমতায আলি খান সাংবাদিকদের বলেন, আগে থেকেই এখানে মঙ্গলবার বিকেলে একটি সভার আয়োজন করা হয়। কিন্তু প্রশাসন নিষেধ করায় সভা স্থগিত করা হয়।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago