শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন ঘটাব: মির্জা ফখরুল

মিরর্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে 'জনগণের অভ্যুত্থান' ঘটবে বলে আশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সাথে সংলাপের পর সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই আশা ব্যক্ত করেন।

তিনি বলেন, 'আমাদের প্রত্যাশা জনগণের একটা অভ্যুত্থান হবে। জনগণ আসবে এসব সমাবেশ। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাব।'

বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মহানগর বিএনপির উদ্যোগে বিকালে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

গত ২৭ সেপ্টেম্বর বিএনপি বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। প্রথম সমাবেশ বুধবার চট্টগ্রামে হবে।

৪টি সমাবেশের পর বিভাগীয় গণসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিভাগে গণসমাবেশের পর ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশ হবে।

বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।

অন্য সমাবেশগুলো হচ্ছে: ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ।

Comments

The Daily Star  | English

Loud blasts heard in west Tehran: AFP journalist

A large cloud of black smoke billowed over the area of the Iranian capital

33m ago