রংপুর এখন মিছিলের নগরী

বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রংপুর। ছবি: স্টার

বিএনপির গণসমাবেশ ঘিরে মিছিল আর স্লোগানের নগরীতে পরিণত হয়েছে রংপুর। বিভাগের ৮ জেলা ও আশেপাশের জেলাগুলোর নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করছে সমাবেশ মাঠে।

আজ শনিবার ভোর থেকে রংপুর মহানগরীর প্রবেশমুখ মাহিগঞ্জ সাতমাথা, মেডিকেল মোড়, টার্মিনাল রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধান সড়কগুলোতে খণ্ড খণ্ড মিছিলের চাপ বাড়ছে, বাড়ছে স্লোগানের প্রতিধ্বনিও।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে মুখর এখন রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট মাঠসহ বিভিন্ন সড়ক।

ছবি: স্টার

মূলত শুক্রবার বিকাল থেকেই মাঠে বিভিন্ন জেলার কর্মীরা জড়ো হয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্য কমানোসহ নানা দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন।

আজ সকালে মাহিকগঞ্জ সাতমাথা মোড়ে যায়, কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে শত শত অটোরিকশা নিয়ে বিএনপির নেতা-কর্মীরা রংপুর শহরে প্রবেশ করছে।

প্রায় প্রতিটি অটোরিকশায় ছিল খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে তৈরি ব্যানার, পোস্টার। নেতা-কর্মীরা সাতমাথা মোড়ে নেমে ছোট ছোট মিছিল নিয়ে হেঁটে কালেক্টরের মাঠে প্রবেশ করে। তাদের স্লোগানে মূলত রংপুর পরিণত হয়েছে মিছিলের নগরীতে।

দিনাজপুর-রংপুর মহাসড়কে ঠাকুরগাঁ পঞ্চগড় এবং দিনাজপুর ৩ জেলার নেতা-কর্মীরা সকাল থেকেই অটোরিকশা, মোটরসাইকেল রংপুরে প্রবেশ করে। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

Comments

The Daily Star  | English
Professor Rehman Sobhan

Prof Yunus should have invested his authority in reforms: Rehman Sobhan

Reforms not yet initiated are unlikely to be implemented, says Sobhan

24m ago