পুলিশ বলেছে নয়াপল্টনে পার্টি অফিস শিগগির খুলে দেবে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু বলেছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ শিগগির খুলে দেবে।
ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু বলেছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ শিগগির খুলে দেবে।

আজ বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের পর বুলু সাংবাদিকদের এ কথা জানান। 

কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'গতকালের হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আমাদের পার্টি অফিস খুলে দিতে হবে। পুলিশ বলেছে পার্টি অফিসে যান।' 

বিএনপি কার্যালয় কখন খুলে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পুলিশ বলেছে এখনই খুলে দেবে।'

বরকত উল্লাহ বুলু আরও বলেন, 'যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে দুজনের আজ জামিন হয়েছে। আমরা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছি। তারা বলছেন, রোববারের মধ্যে আমাদের সব নেতাদের জামিন হয়ে যাবে। তারা বলছেন আমরা কারও রিমান্ড চাইব না।' 

আলোচনা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, 'আমরা দুই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে আলোচনা করেছি। শনিবারের সমাবেশের ভেন্যুর বিষয়ে আলোচনা করেছি।'

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়ার বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার রাত ১০টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত বিএনপি কার্যালয় খুলে দেওয়া হয়নি। তবে নয়াপল্টনের রাস্তা খুলে দেওয়া হয়েছে।'

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বুলুসহ অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের আগে গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা জড়ো হওয়ার সময় পুলিশ সেখানে অভিযান চালায়।  

Comments