নয়াপল্টনে বিএনপির ৫০ নেতাকর্মীর জমায়েত, পুলিশের ধাওয়া, আটক ১

রাজধানীর নয়াপল্টনে রাত ৮টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে অন্তত ৫০ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। এসময় পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে এবং একজনকে আটক করে প্রিজনভ্যানে তুলতে দেখা গেছে।
ঢাকায় বিএনপির গণসমাবেশ
নয়াপল্টনে রাত ৮টার দিকে বিএনপি নেতাকর্মীদের জমায়েত। ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর নয়াপল্টনে রাত ৮টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে অন্তত ৫০ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। এসময় পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে এবং একজনকে আটক করে প্রিজনভ্যানে তুলতে দেখা গেছে।

আটক ব্যক্তির নাম মোস্তফা জামান মিন্টু বলে জানা গেছে। তিনি যশোরের শার্শা উপজেলার বিএনপি কর্মী।

ঢাকায় বিএনপির গণসমাবেশ
পুলিশ একজনকে আটক করেন। ছবি: শাহীন মোল্লা/স্টার

বৃহস্পতিবার রাতে সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অন্তত ৫০ জন নেতা-কর্মী জড়ো হয়েছেন। যাদের বেশিরভাগ বগুড়া থেকে এসেছেন। কিন্তু, কিছু সময় পরে পুলিশ ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশের ধাওয়ার আগে সেখানে উপস্থিত বগুড়া জেলা মহিলা দলের সহসভাপতি জেবুননাহার জেবা বলেন, ঢাকাতে আসা নেতাকর্মীরা আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন। তারা ট্রেনে ও বাসে করে বগুড়া থেকে ঢাকায় এসেছেন। বগুড়া থেকে কয়েক হাজার নেতা-কর্মী ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দিবেন।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ভীত নই। যদি আটক করে আটক হব। গুলি করলে মরব, আমরা উভয়ের জন্য প্রস্তুত।

পুলিশ জানিয়েছে, এখানে বর্তমানে জড়ো হওয়া নিষেধ। তাই তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

Comments