কারাগারে নেতাদের যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে: বিএনপি

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাদের সঙ্গে কারাগারে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নয়াপল্টন দলটির সদর দপ্তরে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেন। ছবি: সংগৃহীত

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাদের সঙ্গে কারাগারে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটির অভিযোগ, কারাগারে দলটির নেতাদের প্রায় ২৪ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে, যা মানবাধিকার ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

দলের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নয়াপল্টন দলটির সদর দপ্তরে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, সিনিয়র নেতাদের অনেকেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন এবং তারা দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রিন্স বলেন, কারাগারে তাদের যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, নেতাদের মধ্যে অনেকেই কারাগারে ডিভিশনের যোগ্য ছিলেন, কিন্তু তারা এখনও তা পায়নি।

আমাদের কারাবন্দী নেতারা অমানবিক আচরণের শিকার হচ্ছেন। তারা জামিন পাওয়ার যোগ্য হলেও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। তাদের মধ্যে অনেকেই বয়স্ক এবং অসুস্থ। তবুও তাদের জামিন দেওয়া হচ্ছে না, যোগ করেন তিনি।

দলের নেতা-কর্মীদের নিঃশর্ত ও অবিলম্বে মুক্তির দাবি জানায় বিএনপি।

Comments