বাংলাদেশ রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে: আমীর খসরু

বাংলাদেশ রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশকে আবারও রাষ্ট্র বানাতে হলে বিএনপি ও শরিক দল ঘোষিত দাবি বাস্তবায়নের বিকল্প নেই।
আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বাংলাদেশ রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশকে আবারও রাষ্ট্র বানাতে হলে বিএনপি ও শরিক দল ঘোষিত দাবি বাস্তবায়নের বিকল্প নেই।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা ও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা' শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডক্টরস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর দক্ষিণ এই আলোচনা সভার আয়োজন করে।

নেতাকর্মী ও শরিক দলের উদ্দেশে আমীর খসরু বলেন, 'যারা এখনো অপেক্ষা করছে আন্দোলনে যাবে কি যাবে না, এখানে ভবিষ্যতের পরিবর্তনের কোনো দিক-নির্দেশনা আছে কি না তাদের বোঝাতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছে, বিএনপি যে ২৭ দফা দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এর চেয়ে ভালো কিছু নেই কিন্তু তোমরা কি আসলে করবে, করতে পারবে?'

'আমরা যদি এটা করতে না পারি, তাহলে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব হবে না। এই রাষ্ট্র ডাউন হিল জার্নিতে যাবে; ধ্বংস হয়ে যাবে। বিএনপি দেশ পরিচালনার স্বার্থে, নিজের-জনগণের-রাষ্ট্রের স্বার্থে এই ২৭ দফা পূরণ করতে হবে। এর কোনো বিকল্প নেই,' বলেন তিনি।

খসরু বলেন, '২৭ দফা পূরণ না করেও রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। এদের (আওয়ামী লীগ) মতো পারবেন। ব্যাংক ডাকাতি করে নিয়ে যাবেন—এটা স্মার্টনেস না? একটা স্মার্টনেস হলো ভালো। আরেকটা স্মার্টনেস হলো পেশাদারিত্বের সঙ্গে চুরি করতে হবে, ব্যাংক-শেয়ারবাজার লুট করা শিখতে হবে। আমরা ওই স্মার্ট বাংলাদেশের কথা বলছি না। যে গভীর গর্তের মধ্যে বাংলাদেশ পড়ে আছে, সেখানে থেকে বের করে ট্রেকে আনার জন্য এই ২৭ দফা।'

'আমরা বলতে চাই, এই ২৭ দফা পূরণ না হলে বাংলাদেশ মেরামত করা সম্ভব হবে না,' বলেন এই বিএনপি নেতা।

খসরু বলেন, 'বাংলাদেশে বর্তমানে যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে, দুর্বৃত্তায়নের বন্দোবস্ত হয়ে গেছে; রাষ্ট্রক্ষমতা দখল করেছে। এর জন্য দরকার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দখল করা। কারণ তারা অর্থ আর পেশীশক্তি দিয়ে তারা ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। এ জন্য তারা একটি গোষ্ঠী তৈরি করেছে। এর মধ্যে ব্যবসায়ী, দুর্নীতিবাজ রাজনীতিবিদ আছে, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা আছে। এরা সবাই মিলে রেজিম সৃষ্টি করেছে। আমি এটাকে সরকার বলি না, কারণ নির্বাচিত না হলে সরকার বলার কোনো প্রয়োজন নেই। মুক্তবাজার অর্থনীতির নামে সৃষ্টি করেছে রেজিম, তাদের নিজস্ব আওয়ামী মডেল অব ইকোনমি, অর্থাৎ লুটপাটের অর্থনীতি। এটা রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে। এটাকে রাষ্ট্র করতে হলে ২৭ দফার মাধ্যমে দেশকে ট্রেকে আনতে হবে।'

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

4h ago