পাল্টাপাল্টি না হলে কবে কী কর্মসূচি ঘোষণা করুন, আ. লীগকে আব্বাস

আমরা কর্মসূচি ঘোষণা করার পরে আওয়ামী লীগ যখন কর্মসূচি দেয়, বুঝে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে...
মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কবে কী কর্মসূচি পালন করবে তা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা কিছু দিন যাবৎ খেয়াল করলাম, আওয়ামী লীগ শান্তি মিছিল-শান্তি সমাবেশ করছে আমরা যখন সমাবেশ করব তখন। আপনারা বলেছেন, পাল্টা কর্মসূচি না, নির্বাচন পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি দিয়ে যাবেন। আপনাদের কর্মসূচিগুলোর ঘোষণা দিয়ে দেন, কোন দিন কোন কর্মসূচি হবে। তাহলে আমরা আমাদের কর্মসূচিগুলো নিরাপদ জায়গায়, শান্তিপূর্ণভাবে করতে পারি।'

'আমরা কর্মসূচি ঘোষণা করার পরে আওয়ামী লীগ যখন কর্মসূচি দেয়, বুঝে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে,' বলেন তিনি।

Comments