দেশ এখন সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র শাসিত: মির্জা ফখরুল
দেশে এখন 'একনায়কতন্ত্র' শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, 'এখনো আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে আবদ্ধ রয়েছেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে সারাদেশে প্রায় ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে।'
'এক কথায় এ দেশ এখন সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র শাসিত এবং তাদের সেই পুরনো ঘটনা সেই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য এখানে একটা ভয়াবহ রকমের চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে', বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, 'এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে আমরা এবার ২১ ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছি, জাতিকে আবার ঐক্যবদ্ধ করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা ও অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য।'
তিনি বলেন, 'শুধু ভাষার স্বাধীনতা না, জনগণের সামগ্রিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্যই এই ২১ ফেব্রুয়ারি নতুন করে ভাষা শহীদদের স্মরণ করে আমরা শপথ গ্রহণ করব।'
মির্জা ফখরুল বলেন, 'কী দুর্ভাগ্য, স্বাধীনতার ৫১ বছর পরে এবং ১৯৫২ সালের এতদিন পরেও আজকে এই জাতি তার অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে এবং লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে।'
'কী দুর্ভাগ্য, যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষার বিকাশের জন্য, চিন্তা-চেতনার বিকাশের জন্যে, মুক্তচিন্তার জন্য, সেই বাংলা একাডেমি আজকে অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে, বিভিন্ন বই প্রদর্শনী বন্ধ করে দিয়ে একটি কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং একইসঙ্গে এই ২১ ফেব্রুয়ারিতে নতুন করে শপথ নিতে চাই- আমরা বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, আমরা বাংলাদেশে জনগণের কথা বলার যে অধিকার, মুক্ত চিন্তার অধিকার, লেখার অধিকার, তার যে স্বাধীনতা সেই স্বাধীনতা প্রতিষ্ঠিত করব', যোগ করেন তিনি।
এসময় গৃহবন্দী খালেদা জিয়া ও বিদেশে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের চিত্রও তুলে ধরেন মির্জা ফখরুল।
এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ভাষা শহীদদের স্মরণে ২ দিনের কর্মসূচিও ঘোষণা করেন।
সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Comments