সংবিধান কোরআন, বাইবেল বা গীতা নয় যে পরিবর্তন করা যাবে না: গয়েশ্বর

গাজীপুরে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ
গাজীপুরে বিএনপির পদযাত্রা। ছবি: সংগৃহীত

'সংবিধান তো আল কোরআন, বাইবেল বা গীতা নয় যে তা পরিবর্তন করা যাবে না। সংবিধান দেশের জন্য, দেশের মানুষের জন্য। সে কারণেই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই ১০ দফা গণতান্ত্রিক দাবি। এটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আদায় করতে চাই। আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, অন্যায় কিছু করছি না।'

আজ শনিবার গাজীপুরে তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের প্রতিবাদ কর্মসূচিতে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির তাদের এই কর্মসূচিতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিও পালন করে। এ সময় কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ কর্মসূচিতে অংশ নেওয়া দলের একাধিক নেতা জানান, আজ শনিবার দুপুর ১২টা থেকে মিছিল নিয়ে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের জেলা কার্যালয়ে সমবেত হন। দুপুর সাড়ে ১২টার দিকে গয়েশ্বর চন্দ্র রায় সেখানে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে শিববাড়ি-রাজবাড়ি সড়কে পদযাত্রা করেন। পদযাত্রাটি জোড়পুকুর ঘুরে আবার দলীয় কার্যালয়ে ফেরার কথা ছিল। কিন্তু শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামের কাছাকাছি গেলে পুলিশ সেখানে বাধা দেয়।

দলীয় কার্যালয়ে বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, '১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তখন আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি মিলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। সে সময় সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়লাভ করে খালেদা জিয়া আড়াই মাস ছিলেন। সেই আড়াই মাসের মধ্যে তিনি জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেন এবং স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন।'

'আমরা ভোট চোরদের বিপক্ষে কথা বলছি, যারা এ দেশের টাকা বিদেশে পাচার করে, তাদের বিরুদ্ধে কথা বলছি। আপনারা নিজেরাই দেখেছেন, ক্যামেরা চেক করে দেখেন জবাব পেয়ে যাবেন পুলিশ কীভাবে বাধা দিয়েছে', যোগ করেন তিনি।

পুলিশি বাধার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেয়নি। দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, মিটিং করেছেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

56m ago