ধোলাইখালে সংঘর্ষে আহত গয়েশ্বরকে তুলে নিল পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ।
ধোলাইখাল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ।

পুলিশ বলছে, গয়েশ্বরকে 'চিকিৎসার' জন্য পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ শনিবার নয়াবাজারে বিএনপি অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ওই এলাকায় বিএনপি ও পুলিশের সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রথমে অবস্থান কর্মসূচি থেকে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ হলে, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছোড়ে। এ সময় ওই এলাকার সব দোকানপাট বন্ধ ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বিএনপি-পুলিশ উভয়পক্ষের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

আজ সকাল থেকেই ধোলাইখাল, মাতুয়াইল ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

মাতুয়াইল এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

গতকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে ঢাকার সব প্রবেশমুখে আজ শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গাবতলীতে অবস্থান কর্মসূচি থেকে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকেও তুলে নিয়ে যায় পুলিশ।

 

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

12h ago