ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি: রাঙ্গা

তিনি বলেছেন, তিনি বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের আওতায় পড়েছেন এবং তিনি এ খবরে মোটেই অখুশি নন।
মশিউর রহমান রাঙ্গা। ছবি: স্টার ফাইল ফটো

সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেছেন, 'আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ইমেইল বা চিঠি বা মৌখিকভাবেও ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।' 

তিনি বলেছেন, তিনি বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের আওতায় পড়েছেন এবং তিনি এ খবরে মোটেই অখুশি নন।

আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে রাঙ্গা এ কথা বলেছেন।

তিনি বলেন, 'বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আমাকে অনেকেই বলেছেন যে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছি। আমি নিজে কিছু জানি না। সত্যি যদি পড়ে থাকি মোটেও অখুশি নই।'

তিনি জানান, তার যুক্তরাষ্ট্রের ৫ বছরের ভিসা আছে। ভিসা বাতিল করার কোনো চিঠি বা ইমেইল পাননি।

রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রাঙ্গা আরও বলেন, 'ওই ভিসায় আমি যুক্তরাষ্ট্রে যাইনি। আগে গিয়েছিলাম।'

তিনি আরও বলেন, 'শুনেছি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির আরও বেশ কয়েকজন নেতা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছেন।'

ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে জানতে রওশন এরশাদকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে তারা ভিসা নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। তারা অবশ্য আরও বলেছে যে ভিসা নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম তারা জানাবে না।

 

Comments