মির্জা আব্বাস ৫ দিনের রিমান্ডে

মির্জা আব্বাস। ফাইল ছবি

নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল রাতে মির্জা আব্বাসকে শাহজাহানপুর থেকে আটক করে পুলিশ।

গত ২৮ অক্টোবর ঢাকায় সংঘর্ষের সময় নাশকতা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন বিভাগের উপপরিদর্শক শাহ আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান ২৯ অক্টোবর মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলাটি করেন।

মামলায় বিএনপির ৪৯ জন সন্দেহভাজন এবং ৭০০-৮০০ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়।

আজা আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন, জসিম, ওমর ফারুক ফারুকী, গোলাম মোস্তফা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন আবদুল্লাহ আবু।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago