বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে পরিবারের মানববন্ধন

বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে পরিবারের মানববন্ধন
আয়োজিত মানববন্ধন। ছবি: এমরান হোসেন/স্টার

সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্য ও দলের অন্যান্য নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন করেন বলে ঘটনাস্থল ঘুরে জানিয়েছেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদক।

তিনি জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে এই মানববন্ধন চলে। এতে দুই ডজনেরও বেশি মানুষ অংশ নেন, যাদের বেশিরভাগই নারী। মানববন্ধনকারীদের হাতে ছিল তাদের স্বজনদের ছবি ও ব্যানার। সেই সময় তারা গ্রেপ্তার নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনটির আয়োজন করে বিএনপির মহিলা সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার
আয়োজিত মানববন্ধন। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

আফরোজা আব্বাস বলেন, 'আমরা অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'

মানববন্ধনে বক্তারা জনাকীর্ণ কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও তারা মানববন্ধনে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

Comments

The Daily Star  | English

Bangaliyana marches on

Pahela Baishakh heralds new beginning

1h ago