সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে আবার গোপালগঞ্জে মার্চ করব: নাহিদ ইসলাম

ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির পথসভায় নেতাকর্মীরা। ছবি: স্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন গতকাল এ দেশের জনগণ দেখেছে। আমরা গত ৫ আগস্ট মুজিববাদী সন্ত্রাসীদের পরাস্ত করেছি। এখনো সময় দিচ্ছি, এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। না হলে আমরা আবারও গোপালগঞ্জে মার্চ করব।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে চিরতরে মুক্ত করে তারপর ফিরব।'

তিনি বলেন, 'যারা ভেবেছিলেন বাধা দিয়ে, সশস্ত্র হামলা করে আমাদের জুলাই পদযাত্রা থামিয়ে দেবেন, তারা হয়তো ভুলে গেছেন, তারা কাদের সামনে দাঁড়িয়েছেন। যারা মৃত্যুর মুখ থেকে বার বার ফিরে এসেছে, তাদের নেতৃত্বে এ জুলাই পদযাত্রা থামবে না। ৬৪ জেলায় এ পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। এটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের ওয়াদা।'

আগামী ৩ আগস্টের মধ্যে ৬৪ জেলায় পদযাত্রা শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে জড়ো হবেন বলেও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, 'গতকাল চারজন মানুষ বিচার-বহির্ভূতভাবে মারা গেছেন। গত ৫ আগস্টের পর বলেছিলাম- আমরা সন্ত্রাসীদের মানবাধিকারেও বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে। বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি- গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হলেও কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না।'

'প্রশাসনে বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে, তাদের বলে দিতে চাই- বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি, বিচার আদায় না করে রাজপথ থেকে উঠে যাব না', বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, 'আমরা এসেছি জুলাই গণঅভ্যুত্থান থেকে। আজ পর্যন্ত বলে আসছি, আমাদের পথ মধ্যপন্থা। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ-অহিংস। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসীরা যদি আমাদের দিকে তেড়ে আসে, আমরা কিন্তু গণপ্রতিরোধ গড়ে তুলতে পিছপা হই না। গণঅভ্যুত্থানেও অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত ছিলাম।'

এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটে খুলনা থেকে যশোর ও মাগুরা হয়ে ফরিদপুর সার্কিট হাউসে আসেন এনসিপির নেতাকর্মীরা। পরে সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে সভাস্থলে পৌঁছান। পথসভা শেষে বিকেল ৩টা ২১ মিনিটে রাজবাড়ির উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন তারা।

Comments

The Daily Star  | English

Nur suffers nose and jaw fractures, under intensive care: doctor

Medical board formed; doctors say surgery not needed at this stage

8m ago