আ. লীগের আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা

জাতীয় নির্বাচন ২০২৪

ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০২১ পঞ্জিকা বছরে আয় করেছে ২১ কোটি ২৩ লাখ টাকা। ২০২০ পঞ্জিকা বছরে দলটির মোট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা।

আজ রোববার সকালে নির্বাচন কমিশন সচিবের কাছে বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়া দিয়েছে আওয়ামী লীগ। দলটির কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অডিট রিপোর্ট জমা দেয়।

রিপোর্ট অনুযায়ী, আওয়ামী লীগের আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা। আয়ের প্রধান খাত দেখানো হয়েছে, সম্পত্তি থেকে আয় এবং মনোনয়ন ফরম ও প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি। 

এতে বলা হয়েছে, ২০২১ পঞ্জিকা বছরে দলটির ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। ২০২০ পঞ্জিকা বছরে মোট ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। সে হিসাবে ব্যয় কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা। কারণ হিসেবে বলা হয়েছে, ২০২০ পঞ্জিকা বছরে কোভিড অতিমারির কারণে দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছি। যে কারণে ব্যয়ের পরিমাণ বেশি ছিল।

অডিট রিপোর্টে আরও বলা হয়, ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের বছর শেষে উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ২৫৪ টাকা। ২০২০ পঞ্জিকা বছরের তুলনায় ১৪ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৬৫৩ টাকা বেশি আছে।

প্রতিনিধি দলে ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বুড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago