পবিত্র আশুরার ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান,  পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর থেকে সবধরনের পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ আছে। তবে, যাত্রী পারাপার।

আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু'দেশের বন্দর এলাকায় আটকে আছে শতশত পণ্যবোঝাই ট্রাক। আটকে থাকা পণ্যের মধ্যে আছে- উচ্চপচনশীল মাছ, ফল, পেঁয়াজ, চাউলসহ বিভন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ও শিল্প কলকারখানার কাচামাল।

আগামীকাল বুধবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে বলে জানান যুগ্ন কমিশনার আ. রশিদ মিয়া।

Comments

The Daily Star  | English
Can monetary policy rescue the economy?

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

6h ago