চকবাজারে অগ্নিকাণ্ড: রিমান্ড শেষে কারাগারে হোটেল মালিক

চকবাজার
চকবাজারের খাবার হোটেল থেকে লাগা আগুনে ৬ জন নিহত হন। ছবি: এমরান হোসেন/স্টার

পুরান ঢাকার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক ফকর উদ্দিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

চকবাজার থানার উপপরিদর্শক ও এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা রাজীব কুমার সরকার আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার দুপুর ১২টার দিকে আগুন লেগে ৪ তলা ভবনের নিচতলায় ওই রেস্তোরাঁর ছয় কর্মী নিহত হন।

আদালতে তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে বলা হয়, ফকর উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখা দরকার বলেও তিনি উল্লেখ করেন।

তবে আত্মপক্ষ সমর্থন করে হোটেল মালিক জামিন চেয়ে আদালতে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবেদন নাকচ করে ফকর উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত মঙ্গলবার কেরানীগঞ্জের শুভদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজরুল রশিদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে ভবনের প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস বলেছে, রেস্তোরাঁর গ্যাস সংযোগের পাইপের ছিদ্র থেকে আগুন লেগে থাকতে পারে।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago