কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পারভেজ
মাহবুবুর রহমান পারভেজ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মাহবুবুর রহমান পারভেজের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২ ঘণ্টা পর রোববার বিকেল ৩টার দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত পারভেজ ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার বাসিন্দা ছিলেন এবং ঢাকার একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

রোববার দুপুর ১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে এলাকায় ৪ বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ে ভেসে যান পারভেজ। 

ওসি আবুল খায়ের জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল, ট্যুরিস্ট পুলিশসহ একাধিক টিম তাকে উদ্ধারে অভিযান চালায়। প্রায় ২ ঘণ্টা পর দুপুর ৩টার দিকে কম্পিউটার পয়েন্ট এলাকার সাগর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার সকালেই কেরানীগঞ্জের রায়েরবাগ থেকে পারভেজসহ চার বন্ধু কুয়াকাটা ঘুরতে যান। দুপুর ১টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এ সময় ঢেউয়ের তোড়ে পারভেজ ও আমির ভেসে যান। তাৎক্ষনিকভাবে সেখানে উপস্থিত লোকজন আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও, পারভেজ নিখোঁজ হন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

43m ago