রাজনীতি

আ. লীগ-যুবলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

রাজধানীর মিরপুরে বিএনপির ঢাকা উত্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 
রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

রাজধানীর মিরপুরে বিএনপির ঢাকা উত্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকা বার অ্যাসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বাদী হয়ে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলার আবেদন করেন।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হলে অন্তত ২০ নেতাকর্মী আহত হন বলে উল্লেখ করা হয়েছে মামলার আবেদনে।

মামলার অন্য আসামিরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি ইসমাইল হোসেনসহ ২০ জন।

এ ছাড়া মামলার আবেদনে আরও ৪ শ থেকে ৫ শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান।

Comments

The Daily Star  | English

IMF agrees to lend $1.15 billion to Bangladesh in third tranche

The International Monetary Fund (IMF) has agreed to provide $1.15 billion to Bangladesh in the third instalment under its multi-billion-dollar loan programme.

2h ago