সিআরবিতে হাসপাতাল না করার পক্ষে সংসদীয় কমিটি

চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের জন্য শতবর্ষী গাছগুলো গাছ কেটে ফেলার আশঙ্কা আছে। ফাইল ছবি

চট্টগ্রামের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ না করার পক্ষে মত দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ কমিটির সভাপতি ও চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সিআরবির পরিবর্তে সীতাকুণ্ডে রেলওয়ের টিবি হাসপাতাল এলাকায় ওই হাসপাতাল নির্মাণের জন্য সরকারকে অনুরোধ করেছি। দেখা যাক কী হয়।'

২০২১ সালের জুন থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আসছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রামের সাধারণ মানুষও।

গত আগস্টে রেলমন্ত্রী মো. নুরুল ইসলামের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

সিআরবিতে যেন হাসপাতাল নির্মাণ না করা হয়, সেজন্য তারা রেলমন্ত্রীকে চিঠি দেন।

 

Comments

The Daily Star  | English

Jewellers cut gold prices by Tk 3,452 a bhori

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 138,708

58m ago